জয়পুরহাট সরকারি কলেজ

কলেজ পরিচিতি:

১৯৬৩ সালে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের উত্তর প্রান্তে হনুমান কখ্ বাজলার একটি খাটি পাটের গুদাম ঘরে প্রথম কলেজ প্রতিষ্ঠা করা হয় ১৯৬৬ সালে বর্তমান রেল স্টেশনের পশ্চিম পার্শ্বে নতুন ভবন নির্মিত হলে, কলেজ স্থানন্তরিত হয় ১৯৮০ সালে মার্চে কলেজ জাতীয়করণ করা হয় কলেজের আয়তন: .৭৭ একর ১৯৬৩ সালে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের উত্তর প্রান্তে হনুমান কখ্ বাজলার একটি খাটি পাটের গুদাম ঘরে প্রথম কলেজ প্রতিষ্ঠা করা হয় ১৯৬৬ সালে বর্তমান রেল স্টেশনের পশ্চিম পার্শ্বে নতুন ভবন নির্মিত হলে, কলেজ স্থানন্তরিত হয় ১৯৮০ সালে মার্চে কলেজ জাতীয়করণ করা হয়


***


অবকাঠামো অন্যান্য সুবিধা :

. অধ্যক্ষ-কার্যালয়
. প্রশাসনিক ভবন
. একাডেমিক ভবন (ত্রিতল)
. বিজ্ঞান ভবন (ত্রিতল ভবন)
. ছাত্রাবাস/ছাত্রীনিবাস (ত্রিতল ভবন)
. ফল, ফুল কাঠের গাছের সমারোহ
. খেলাধুলার মাঠ
. পর্যাপ্ত পুস্তকসহ লাইব্রেরী (তৃতীয় তলা)
. গবেষণাগার ০৫ টি ( পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, উদ্ভিদবিদ্যা প্রাণিবিদ্যা)
১০. আধুনিক কম্পিউটার ল্যাব
১১. ইন্টারনেট ব্যবহারের সুবিধা
১২. টি.এস.সি
১৩. ক্যান্টিন (ভিতর নিচতলা)
১৪. ছাত্রী কমনরুম (নীচতলা)

 ***

 

 

পঠিত বিষয় / কোর্সসমূহ

উচ্চ মাধ্যমিক:

মানবিক বিভাগ:

 

বাংলা, ইংরেজী, অর্থনীতি, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, পৌরনীতি, কম্পিউটার শিক্ষা

ব্যবসায় শিক্ষা বিভাগ :

 

হিসাববিজ্ঞান, ব্যবসায়নীতি প্রযে়াগ, অর্থনীতি বাণিজ্যিক ভূগোল,

কম্পিউটার শিক্ষা,  অর্থায়ন উৎপাদন এবং বিপনন

বিজ্ঞান বিভাগ :

 

পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, কম্পিউটার শিক্ষা

 

অনার্স পর্যায়

কলা অনুষদ :

বাংলা, ইংরেজী, অর্থনীতি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান

ব্যবসায় অনুষদ :

হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা

বিজ্ঞান অনুষদ :

পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান

 

স্নাতক(পাস) পর্যায়

কলা অনুষদ :

বাংলা, ইংরেজী, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস সংস্কৃতি, দর্শন

ব্যবসায় অনুষদ :

অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা

বিজ্ঞান অনুষদ :

পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান

 

মাস্টার্স পর্যায়

১ম পর্ব :

বাংলা, দর্শন, অর্থনীতি, ব্যবস্থাপনা

শেষ পর্ব :

বাংলা, ইংরেজী, দর্শন, অর্থনীতি, গণিত, ব্যবস্থাপনা

 


***

 

তথ্য সংগ্রহকারী
লিমন দেশী বয়
০১৭২৪৬৭৭৭৮৯, ০১৫৫৩৫৯৪৪৭১
www.joypurhat20.blogspot.com