বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১২

Joypurhat

 অবস্থান :
জয়পুরহাট সদর উপজেলা বাংলাদেশের জয়পুরহাট জেলার অন্তর্গত একটি উপজেলা। জয়পুরহাট সদর উপজেলার উত্তরে পুরানাপৈল ইউপি; পশ্চিম দিকে দোগাছী, ধলাহার ও চকবরকত; পূর্ব-দক্ষিণ দিকে বম্বু ও জামালপুর ইউ,পি; পশ্চিম-দক্ষিণ কোণে মোহাম্মাদাবাদ ও ভাদশা ইউ,পি এবং উত্তর পূর্ব কোনে আমদই ইউ,পি,অবস্থিত ।
 প্রশাসনিক এলাকা :
জয়পুরহাট সদর উপজেলার উত্তরে পাচবিবি ,পুরবে ক্ষেতলাল,দক্ষিনে আক্কেল্পুর ও পশ্চিমে ভারত অবস্থিত।
জয়পুরহাট সদর উপজেলার জনসংখ্যা ২,০০,১০৬ জন। 
জনসংখ্যার উপাত্ত  :
মোহাম্মাদাবাদ ইউনিয়নের জনসংখ্যা ১৫৯৯৭ জন; ধলাহার ইউনিয়নের জনসংখ্যা ১৫৮২৯ জন; জামালপুর ইউনিয়নের জনসংখ্যা ২১২৬৫ জন; দোগাছী ইউনিয়নের জনসংখ্যা ৩০৭২৯ জন; আমদই ইউনিয়নের জনসংখ্যা ২০৮২৫জন; পুরানাপৈল ইউনিয়নের জনসংখ্যা ২২৭৩৫ জন; বম্বু ইউনিয়নের জনসংখ্যা ২৪৬০০ জন; ভাদশা ইউনিয়নের জনসংখ্যা ৩৩০৫৮ জন; চকবরকত ইউনিয়নের জনসংখ্যা ১৫০৬৮ জন